রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬:১৫

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি বলেন, এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ ফেসবুকে পোস্টে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকে আটক করা হয়েছে।

শওকত মাহমুদ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ২৫ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইলিয়াস কাঞ্চন, তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শওকত মাহমুদকে রাখা হয় মহাসচিব পদে।

এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে