এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বেসরকারি ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হবে না। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হবে শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে।
রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন ইস্যু নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।”
চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহচলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
সানাউল্লাহ আরও জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “ভোটের আগের রাতে ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে সাড়ে ৪টায়।”
এর আগে গত অক্টোবরে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় বিএনপি।
এই প্রেক্ষাপটে গত ২৬ অক্টোবর বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপির এই দাবি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য”—এবং এর পেছনে কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন।