সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬:১২

সিটিস্ক্যান করা হয়েছে খালেদা জিয়ার, মিলেছে যে রিপোর্ট

সিটিস্ক্যান করা হয়েছে খালেদা জিয়ার, মিলেছে যে রিপোর্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষা রোববার করা হয়েছে। এগুলোর ফলাফল ভালো এসেছে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। আমাদের সর্বোচ্চটা দিয়ে চিকিৎসা করা হচ্ছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন বলেন, জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কাজের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন।

গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখার পর তিনি মার বাড়ি ও হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও তিনি সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জুবাইদা রহমান রবিবার বেলা ১২টায় শুরু হওয়া বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিয়েছেন। এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা সভাগুলোতে অংশ নিচ্ছেন।

তবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো তাকে বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে