সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫:৩১

যেসকল এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসকল এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ অসুবিধায় পড়তে হবে গ্রাহকদের।

রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।

বার্তায় উল্লেখ করা হয়, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও ও বসুন্ধরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে