সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩:৪২

চূড়ান্ত হলো তারেক রহমানের ফেরা

চূড়ান্ত হলো তারেক রহমানের ফেরা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও মা বেগম খালেদা জিয়া। সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের সব নামকরা ডাক্তারদের দ্বারে দ্বারে নক করেছেন, কিভাবে প্রিয় মা বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন। 

তিনি যখন মায়ের চিকিৎসা নিয়ে ব্যতিব্যস্ত তখন রাজনৈতিক প্রতিহিংসায় দেশে-বিদেশে একটি শ্রেণি গুজব অপপ্রচারে উঠে-পড়ে লেগেছেন। নানা সমালোচনায় তারেক রহমানকে খাটো করতে বক্তৃতা-বিবৃতি, টকশো, ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছেÑ তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই? এমনকি তারেক রহমানের দেশে না ফেরার পেছনে মাইনাস ফর্মুলাসহ নানা মনগড়া ফর্মুলা সামনে আনা হচ্ছে।

তবে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে নিয়ে গুজব ও অপপ্রচারকে পাত্তা না দিয়ে তিনি দায়িত্বশীল সন্তান হিসেবে মমতাময়ী মায়ের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের ঢাকায় আনা, লন্ডনে নিতে কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাসহ চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। দেশে ফেরার আগে বেগম জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে জানিয়েছেন তিনি দেশে ফিরবেন এটি চূড়ান্ত। আর সেটি তফসিল ঘোষণার পরপরই। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টিই তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলেই এরপরই তিনি দেশে ফিরতে চান। তবে কোনো কারণে যদি সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা আরো বেশি বিলম্বিত হয়, তাহলে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরে আসবেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই। যারা না আসার কথা ছড়াচ্ছে, তারা ছড়াবেই। তার নেতৃত্বেই দল নির্বাচনে অংশ নেবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়েই দেশে ফিরে আসবেন। দেশে ফিরে তিনিই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তিনি আরো বলেন, তারেক রহমান যখন মনে করবেন তখনই দেশে ফেরবেন। তার ফেরার বিষয়ে কোনো ধরনের বাধা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে