সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৮:২৮

বড় সুযোগ সরকারি কর্মজীবীদের জন্য

বড় সুযোগ সরকারি কর্মজীবীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি মাসে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন। ডিসেম্বরের বাকি দুটি সাধারণ ছুটি হলো: ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) – বিজয় দিবস, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) – যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন, বড়দিন বৃহস্পতিবার পড়ায়, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা তিন দিনের বিশ্রাম পাবেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। গত ৬ অক্টোবর বিকালে এই অনুমোদন দেওয়া হয়।

প্রেস সচিব জানান, আগামী বছরের মোট সরকারি ছুটি ২৮ দিন, কিন্তু এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলিত হওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। তিনি আরও জানান, ছুটির মধ্যে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে ২৮ দিন অন্তর্ভুক্ত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে