মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮:২০

ব্রেকিং নিউজ: প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল করে যে নির্দেশ

ব্রেকিং নিউজ: প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল করে যে নির্দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন করার লক্ষ্যে যেসব প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন হয়নি; সেসব প্রাথমিক বিদ্যালয় ১১-১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতীত ৩ দিন) ছুটি বর্ধিত করে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী-১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সেই ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিল অধিদপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে