বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫:৪৬

বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান

বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না। এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে। জনবল তৈরির পেছনে। জনগণের টাকা জনগণের মান উন্নয়নে ব্যবহার করা হবে। নতুন আইটি পার্ক বানানো নয়, পুরোনোগুলো ঘষে-মেঝে কাজের উপযুক্ত করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলে অর্থনীতির শক্তিশালী ভীত তৈরি করা হবে। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী।

তিনি আরও বলেন, বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার ৪০ ভাগ বাস্তবায়ন করতে পারলে এদেশের ভাগ্যের পরিবর্তন হবে। আগামী নির্বাচনে জনগণের রায় চায় বিএনপি। কে খারাপ কে ভালো এসব বিতর্ক বাদ দিয়ে মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে।

দুর্নীতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে বা লাগাম টেনে ধরতে হলে মানসিকতার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে। শিশুদের মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারলে প্রত্যাশিত দেশ গড়া যাবে না। যুব সমাজকে ভালো রাখতে হলে তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে