বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩:৪০

এবার বিএনপির যে ৬ নেতা পেলেন সুখবর

এবার বিএনপির যে ৬ নেতা পেলেন সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ ও টাঙ্গাইল জেলার ছয় নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বুধবার (১০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুয়েল ভূঁইয়া, বাসাইল পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন এবং সামাদ খানের আবেদন পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর ফলে তারা দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদে পূর্বের মতোই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে