বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:১১:৫১

দেশে আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখানে

দেশে আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখানে

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টপোস্টে তিনি লিখেন, ‘বুধবার রাত ৩টার কাছাকাছি সময়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পর-পর ২টি ভূমিকম্প সংঘটিত হওয়ার নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫০ মিনিটে, যার মান ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫৫ মিনিটে, যার মান ছিল ৩ দশমিক ৩।’

তিনি আরো লিখেন, ‘প্রথম ভূমিকম্পটির সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলায়।’ 

 আজকের এই ভূমিকম্পের বিষয়ে আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য পেলে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে