এমটিনিউজ২৪ ডেস্ক : এবার পরিবারের জন্য নয়, নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন।
এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আহমেদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়ে দুদকের সামনে মানববন্ধন করেছে দুর্নীতিবিরোধী ছাত্র জনতা।
গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের ১৫ এপ্রিল এ অভিযোগে টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
চলতি বছরের জুলাইয়ে মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে। তখন মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে এক রিট করলে তদন্তকাজ তিন মাসের জন্য স্থগিত হয়। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এ অবস্থায় বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ ৫ মাস পর টিউলিপের সঙ্গে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক।
এদিকে, জনতা ব্যাংক থেকে এস আলমের পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ হাজার ৪২৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা ৫ মামলা করেছে দুদক।
এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী ছাত্র জনতা। দুদকের সেগুনবাগিচায় কার্যালয়ের সামনে মানববন্ধনে ছাত্ররা দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করার দাবি জানান।