শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪:১২

হাদির মাথা থেকে গুলি বের হয়ে গেছে

হাদির মাথা থেকে গুলি বের হয়ে গেছে

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এছাড়া, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি।  সার্জনরা জানিয়েছেন— গুলি মাথা থেকে বের হয়ে গেছে। 

তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে