শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৩:১৬

ওসমান হাদিকে নিয়ে জানা গেল অজানা তথ্য

ওসমান হাদিকে নিয়ে জানা গেল অজানা তথ্য

এমটিনিউজ২৪ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে তার স্বাস্থ্য বিষয়ে কিছু বলা যাচ্ছে। এদিকে হাদিকে নিয়েই অজানা তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, ‘ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে।

আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনি।’

তিনি আরো লিখেছেন, ‘হাদি গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সঙ্গে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে। অশ্রুসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরো বিদীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ। সেটা বর্ণনা করার ভাষা আমার নেই।’ 

এরপর হাদির জন্য দোয়া কামনা করে আসিফ নজরুল লিখেছেন, ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে