শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৭:৩২

এবার যে দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত

এবার যে দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪২ টাকা ৯৮ পয়সা কেজি দরে এ চাল আনতে সরকারের মোট খরচ হবে ২১৪ কোটি ৯০ লাখ ৯ হাজার ৮৬০ টাকা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করবে বাংলাদেশ। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এমন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

বৈঠক সূত্রে জানা যায়, ভারতের মেসার্স নিউট্রিয়াগ্রো ওভারসিজ ওপিসি প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৫১ দশমিক ৪৯ মার্কিন ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে