এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ওসমান হাদিকে মাথায় গুলি করা অভিযুক্ত যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে নিয়ে বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজের পাশে। পিতা হুমায়ুন কবির।
পুলিশের পিসিআর (PCR) রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে হাদিকে কারা গুলি করেছে-দুষ্কৃতিকারীদের পরিচয়সহ পুরো ঘটনার পূর্বাপর সম্ভাব্য সব তথ্যই যাচাই করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যা চেষ্টার কয়েক ঘণ্টা আগে কিংবা দুয়েকদিন আগে ছদ্মবেশে হাদির সঙ্গে মোটরসাইকেলে থেকে গুলি করা দুই যুবক গোপনে চলাফেরা করেছিল কিনা, তাও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাদির সঙ্গে থাকা দুই যুবকের কয়েকটি ছবি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছবিতে থাকা ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করেছে কিনা তা নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে এবং প্রতিটি সূত্র ধরে তদন্ত আরও এগিয়ে নেওয়া হচ্ছে।