সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:০২:২৩

হাদির পর এবার যে তিন জনকে হুমকি

হাদির পর এবার যে তিন জনকে হুমকি

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে। এরইমধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা। 

ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ওসমান শরীফ হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল।

অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, ‘এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন -দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভাল থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে,করলে সেটা নিজ দায়িত্বে করবে।

বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকি দাতা লিখেছেন, ‘মাবরুর রশীদ বান্না ও রোকেয়া জাহান চমক,বঙ্গবন্ধু র ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজন কে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন,এই নব্য রাজাকার দের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।’

চমক ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে বলেন, ‘এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে।আমাদের আই টি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুইজনের প্রাপ্য তাদের কেই বুঝায় দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে