বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৭:০২

এবার যে বার্তা ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টধারীদের জন্য

এবার যে বার্তা ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টধারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্ধ থাকবে। ভারতীয় ভিসাকেন্দ্র (আইভ্যাক জেএফপি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভ্যাক জেএফি আজ দুপুর ২টায় বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়, আজ যেসব আবেদনকারীর জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন একটি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে