বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫১:৪৮

গুলিতে বিএনপি নেতা ঘটনাস্থলেই নিহত

গুলিতে বিএনপি নেতা ঘটনাস্থলেই নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলার জন্য বুধবার  সকালে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। 

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে তাদের চলে যেতে বলেন। এতে অস্বীকৃতি জানালে তাদের লক্ষ্য করে ফের গুলি করেন জহুরুল। এতে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিলেন বিরু মোল্লা। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে