বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯:২৬

টিসিবির ডিলার হওয়ার সুযোগ সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে

টিসিবির ডিলার হওয়ার সুযোগ সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের ৩৬টি জেলার বিভিন্ন উপজেলায় নতুন ডিলার বা পরিবেশক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থাটির মাধ্যমে কেনা ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার এবং সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে পৌঁছে দিতে এই পরিবেশকদের নিয়োগ দেওয়া হবে। যেসব সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা কিংবা ইউনিয়নে বর্তমানে টিসিবির কোনো পরিবেশক নেই, সেসব এলাকাতেই মূলত নতুন পরিবেশক নিয়োগ দেওয়া হবে।

এই দফায় সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোনা জেলায় পরিবেশক নিয়োগ দেওয়া হবে।

বর্তমানে সারা দেশে টিসিবির নিবন্ধিত পরিবেশকের সংখ্যা ৮ হাজার ২৭৫ জন। নতুন করে পরিবেশক হতে আগ্রহীদের জন্য কেবল অনলাইন আবেদন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। টিসিবি কার্যালয়ে সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন মাশুল হিসেবে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) এক-পের (অ্যাপ ও ওয়েবভিত্তিক অর্থ পরিশোধ সেবা) মাধ্যমে জমা দিতে হবে। পরিবেশক নিয়োগ সংক্রান্ত শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য টিসিবির তথ্য পাওয়া যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে