এমটিনিউজ২৪ ডেস্ক : ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় হাজির করতে হবে।
বুধবার (১৬ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে জুমা এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেদিন সাক্ষাতের সময় তারা আমাদের কনফার্ম করেছেন ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে। এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। এবং জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।’
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।