এমটিনিউজ২৪ ডেস্ক : আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ডিসেম্বর মাসের এমপিও বিল জমা দেওয়ার সুযোগ শেষ হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। এ সময়ের মধ্যেই বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওর অর্থ ইএফটি পদ্ধতিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হয়েছে। আগস্ট ২০২৫ মাস থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে।
এতে আরো বলা হয়, এ জন্য প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে।
এ ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।
সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমপিওর টাকা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও অর্থ প্রেরণ না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
কেবলমাত্র আইবাসে যাচাই শেষে ভ্যালিড হওয়া জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে।
যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডিসেম্বর মাসের এমপিও বিল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সাবমিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।