এমটিনিউজ২৪ ডেস্ক : ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা পোশাক কর্মী দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে তার স্ত্রী, সন্তান, বাবা-মার দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ভালুকায় দিপুর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষা উপদেষ্টা।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।
তিনি বলেন, একটা ঘটনা ঘটেছে, এখন পরিবারের কি চাহিদা, তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে।
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নার ভেঙে পড়েন দিপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, এ ধরনের বিভিন্ন রকমের সম্প্রদায়গত সমস্যা সৃষ্টি করার জন্য একটি চক্র সুযোগ নেবে। কিন্তু মিডিয়া, বৃহত্তর সমাজ ও রাষ্ট্রকে সজাগ থাকতে হবে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, দুর্বলের ওপর যেন আর অত্যাচার না হয়। সেটি নিশ্চিত করতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এসএম নাজমুস ছালেহীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।