শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২:৪৭

যে এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাসের চাপ থাকবে না

যে এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাসের চাপ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার রাজধানীতে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে তিতাস গ্যাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে