শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২১:৩১

একনজরে তারেক রহমানের আগামীকালের যত কর্মসূচি

একনজরে তারেক রহমানের আগামীকালের যত কর্মসূচি

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে ফিরে দুদিন ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) একাধিক কর্মসূচি রয়েছে তার। এর মধ্যে রয়েছে শহীদ ওসমান শরিফ হাদির কবর জিয়ারত।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরে পাশে শায়িত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাবেন।

এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

বিএনপির নেতারা বলছেন, এসব কর্মসূচির মাধ্যমে তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে