এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে বেশ কিছু আসনে প্রার্থিতায় রদবদল ও পরিবর্তন এনেছে বিএনপি। মূলত প্রাথমিকভাবে প্রার্থিতা ঘোষণার পরে কিছু আসনে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিচালিত জরিপের ফলসহ সবকিছু বিচার-বিশ্লেষণ করে ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিতে এই পরিবর্তন এনেছে দলটি।
অন্তত ১২ আসনে মনোনয়ন রদবদল করা হয়েছে। এ ছাড়া ঐক্যের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের জন্যও কয়েকটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। যুগপতের বাইরের একটি ইসলামী দলসহ মিত্রদের জন্য এখন পর্যন্ত ১৫টি আসন ছেড়েছে দলটি।
‘বিজয় নিশ্চিতে’ কৌশলের অংশ হিসেবে কয়েকটি মিত্র দলের শীর্ষ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে ‘ধানের শীষ’ প্রতীকও দেওয়া হয়েছে। এ ছাড়া কিছু আসনে শরিকদের সঙ্গে ‘আসন সমঝোতা’ হয়েছে দলটির, যেখানে বিএনপি কাউকে প্রার্থী করবে না অথবা দলীয় প্রার্থী থাকলে তিনি বাদ যাবেন। সব মিলিয়ে প্রায় তিনশ আসনেই বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
অবশ্য শেষ মুহূর্তেও ‘নির্বাচনী সমঝোতার প্রক্রিয়া’ অব্যাহত রেখেছে বিএনপি। জানা গেছে, এই প্রক্রিয়ায় যুগপতের মিত্রদের বাইরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অংশ রয়েছে। বোঝাপড়া ও সমঝোতা চূড়ান্ত হলে তাদের কয়েকটি আসন ছাড় দেওয়া হতে পারে।
তবে এমন আলোচনাও আছে—ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। এ ছাড়া ঘোষিত দু-একটি আসনেও দলের প্রার্থিতায় শেষ মুহূর্তে পরিবর্তন আনা হতে পারে। ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখের আগের দিন, অর্থাৎ আজ রোববার ‘কিছু চমক’ আসতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল সোমবার।
এদিকে, ধানের শীষের মনোনয়ন না পেয়ে বিএনপির কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। ফলে আগামী দিনে ‘বিদ্রোহ’ নিরসন করে ‘ঐক্যবদ্ধ বিএনপিকে’ নির্বাচনী মাঠে নামাতে হবে। এটা হলে ফল নিজেদের ঘরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোনয়ন রদবদলের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আগেই স্পষ্ট করে বলা হয়েছিল, ঘোষিত তালিকা চূড়ান্ত নয়, এটা সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় তেমন পরিবর্তন মনে করলে অবশ্যই সেটা করা হবে। আর বড় দল হিসেবে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। সেখানে দল যাকে অধিক যোগ্য মনে করবে, তাকেই চূড়ান্ত করবে।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৬ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিএনপি। এর এক মাস পর দ্বিতীয় দফায় গত ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সে হিসাবে মোট ২৭২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। ফলে ফাঁকা থাকে ২৮টি আসন। বিএনপি থেকে তখন বলা হয়, ফাঁকা আসনগুলোতে দলীয়সহ মিত্ররা নির্বাচন করবেন। তবে এ ক্ষেত্রে সংশোধিত আরপিওর বিষয়টি বিএনপিকে চিন্তিত করে তোলে। কারণ, আরপিও অনুযায়ী নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। তাই জোটের ঐক্যের স্বার্থে কৌশলের অংশ হিসেবে নিবন্ধিত এনডিএম এবং অনিবন্ধিত বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ এলডিপি মিলিয়ে তিনটি দলের শীর্ষ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে ‘ধানের শীষ’ দেয় বিএনপি। এর মধ্যে দুটি দল নিজেদের বিলুপ্ত করে। নিবন্ধিত এলডিপির মহাসচিবকেও বিএনপিতে যোগদান করিয়ে ধানের শীষ দেওয়া হয়। এ ছাড়া যুগপতের শরিক ‘নিবন্ধিত’ চারটি দল এবং যুগপতের বাইরে ‘নিবন্ধিত’ ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা করে দলটি। তবে এখনো আসন সমঝোতার প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি।
বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে আলোচনা আছে। দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে গতকাল এই আসন থেকে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, তারেক রহমান পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। তার পক্ষে স্থানীয় নেতারা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। তবে তারেক রহমান ঢাকা-১৭ থেকেও নির্বাচন করলে সে ক্ষেত্রে পার্থকে ভোলা-১ আসনে ছাড় দেওয়া হতে পারে। সেখানে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
আসন সমঝোতার অংশ হিসেবে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ‘অনিবন্ধিত’ জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কুমিল্লা-৭ আসনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে আসন ছেড়েছে বিএনপি। তাদের মধ্যে রেদোয়ান আহমেদ এবং ববি হাজ্জাজ বিএনপিতে যোগদান করে ধানের শীষে নির্বাচন করবেন। গতকাল গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগদান করেছেন। তিনি ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে ভোট করবেন। ঘোষিত আসনের মধ্যে এর আগে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং ঢাকা-১২ আসনে দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে নিজ দলীয় প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ থেকে ধানের শীষে ভোট করবেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি সেখান থেকে তৎকালীন বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট করেছিলেন।
এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতা হয় বিএনপির। এগুলো হচ্ছে—নীলফামারী-১ আসনে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব। ঘোষিত এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী বাদ দিয়ে বিএনপির দলীয় প্রার্থী দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে এই আসনে প্রার্থী ঘোষণার দাবিতে দুই দিন ধরে নানা কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করে লক্ষ্মীপুর-১ থেকে ধানের শীষ পান শাহাদাত হোসেন সেলিম। এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা। তিনি কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষ পেয়েছেন। বিএনপি এর আগে এই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে নিজ দল থেকে প্রার্থী করেছিল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের সঙ্গে সমঝোতা হয়েছে, তারা নিজ নিজ দলের প্রতীকে অংশ নেবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে তিনটি আসনে ঘোষিত প্রার্থিতায় রদবদল করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আসলাম চৌধুরী। এর আগে এই আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কাজী সালাউদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম-১০ আসনে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর আগে চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রাথমিকভাবে প্রার্থী করেছিল বিএনপি। চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা ছিল। চট্টগ্রাম-১৪ আসনটি এতদিন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুকের জন্য নির্ধারিত থাকলেও সম্প্রতি বিএনপির আসন সমঝোতার প্রক্রিয়া থেকে সরে যাওয়ায় এই আসনটি ফাঁকা রয়েছে। তবে আজকের মধ্যে এ আসনেও প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।
যশোরের ছয়টি আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে একটি আসন জোটের একটি শরিক দলকে ছেড়ে দিয়েছে বিএনপি। যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে প্রার্থী করেছিল দল। পরে তাকে বাদ দিয়ে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক অনিবন্ধিত জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে, যশোর-১ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। পরে প্রার্থিতায় পরিবর্তন এনে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আর যশোর-৬ (কেশবপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে বাদ দিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে চূড়ান্তভাবে প্রার্থী করেছে দল।
মুন্সীগঞ্জ-২ আসনে প্রাথমিকভাবে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন মিজানুর রহমান সিনহা। তবে তাকে পরিবর্তন করে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী মো. মাসুদুজ্জামান মাসুদ। তাকে পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামকে। পিরোজপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে এ আসনে ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে প্রাথমিক মনোনয়নের ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে মোস্তফা জামাল হায়দার শারীরিকভাবে অসুস্থ থাকায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে বিএনপি সরে এসেছে।
এ বিষয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে পিরোজপুর-১ আসনে তাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি নির্বাচন করতে পারবেন না বলে বিএনপিকে জানিয়ে দিয়েছেন। এরপর সেখানে দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শারীরিকভাবে সুস্থ হলে তিনি সেখানে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেবেন বলে জানান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সাবেক এমপি মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। একজন বয়োবৃদ্ধ এবং অসুস্থ নেতাকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন নেতাকর্মীরা। শেষ মুহূর্তে এই আসনে পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে কবির আহমেদ ভূঁইয়ার।
এদিকে ‘ধানের শীষ’ না পেয়ে কয়েকটি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বিএনপিতে যোগদান করে ধানের শীষ পাওয়া রাশেদ খানের ঝিনাইদহ-২ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে ‘সমঝোতা হওয়া’ পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছেন। নাটোর-১ আসনে বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের কন্যা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে দল। কিন্তু সেখানে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানা গেছে। সমঝোতার অংশ হিসেবে জমিয়তের মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করার আগ্রহ ছিল দলের আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার। এখন তিনি এখানে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন।