এমটিনিউজ২৪ ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। তিনি রাত ১১টা ৩৫ মিনিটে গিয়ে রাত সোয়া ১২টার দিকে বাসায় চলে যান। সঙ্গে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বেগম জিয়ার বোন সেলিমা রহমানও ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।
শনিবার দিবাগত রাতে মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। ওই রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। দুই ঘণ্টার বেশি সময় তিনি সেখানে ছিলেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছেন। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও রয়েছেন।