এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা) আসন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আতিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ঢাকা-১১ সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা। দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে এই এলাকায় সংগঠনের হয়ে কাজ করার পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারী থেকে মুক্তি পেলাম।” তিনি তার এই পথচলায় সঙ্গে থাকা কর্মী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের এলডিপি এবং নাহিদ ইসলামের এনসিপি যুক্ত হয়ে এই নতুন মোর্চা গঠিত হয়।
এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, “পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর ঐক্য জরুরি হয়ে পড়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, এনসিপি এককভাবে ৩০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিলেও শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আমূল বদলে দিয়েছে।
এই সমঝোতার ফলে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।