সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩০:১৩

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়ে যা জানালেন খলিলুর রহমান

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়ে যা জানালেন খলিলুর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : সামাজিক মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচনায় ছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন। তবে বিষয়টিকে গুজব বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান। তি‌নি বলেছেন, এটা গুজব।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে চলে যাওয়ার সময় সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

খলিলুর রহমান ব‌লেন, ‘আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব।’

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা প‌রিবর্ত‌নের আলোচনার ম‌ধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে