সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১১:৪০

যা জানা গেল এনটিআরসিএর সপ্তম গণবিজ্ঞপ্তি নিয়ে

যা জানা গেল এনটিআরসিএর সপ্তম গণবিজ্ঞপ্তি নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : এনটিআরসিএ থেকে তিনটি শিক্ষা অধিদপ্তরকে শূন্যপদের পাঠানো তথ্য এ পর্যন্ত দুই অধিদপ্তর যাচাই শেষে এনটিআরসিএতে পাঠিয়েছে। এদিকে মন্ত্রণালয়ে এখনো সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমতি মেলেনি।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে রয়েছেন প্রার্থীরা। শূন্যপদের চাহিদা যাইয়ের সর্বশেষ ও সপ্তম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে-এমন প্রশ্ন অসংখ্য প্রার্থী দৈনিক শিক্ষাডটকম অফিসে ফোন করে ও মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন। এনটিআরসিএ থেকে তিনটি শিক্ষা অধিদপ্তরকে শূন্যপদের পাঠানো তথ্য এ পর্যন্ত দুই অধিদপ্তর যাচাই শেষে এনটিআরসিএতে পাঠিয়েছে। এদিকে মন্ত্রণালয়ে এখনো সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমতি মেলেনি।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা আরো জানান, মাদরাসা-কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যাচাই শূন্যপদের তথ্য পাঠালেও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) এখনো সব আঞ্চলিক অফিস যাচাই শেষে শূন্যপদের চাহিদা না আসায় পাঠাতে পারেনি। আশা করা যাচ্ছে আগামীকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এনটিআরসিএতে শূন্যপদের চাহিদা যাবে যাচাই শেষে। এদিকে মন্ত্রণালয়ে এখনো সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমতি মেলেনি।

এর আগে এনটিআরসিএ থেকে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায় শূন্যপদের চাহিদা পূরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গত ২৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা হয় এবং নির্দেশনা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে সংগ্রহ করা হয়েছে।

এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের পদ ভিত্তিক শূন্যপদের চাহিদা অনুযায়ী নিবন্ধনধারী প্রার্থীদের সনদের মেয়াদ তিন বছর এবং ৪ জুন (৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ) অনূর্ধ্ব ৩৫ বছর বয়স নির্ধারণ করে ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের সদয় সম্মতির জন্য অনুরোধ করা হলো। এই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলেই নিশ্চিত করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের পাওয়া তথ্য যাচাইয়ের জন্য তিনটি শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেয়া হয়। এর সত্যতা তিন কর্মদিবসের মধ্যে যাচাই করে সফট কপি এনটিআরসিএতে পাঠানোর জন্য বলা হয়।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর ৭ম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের আগে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্যপদের চাহিদা, অধিযাচন (ই-রিকুইজিশান) অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই করে এনটিআরসিএর কাছে অনলাইনে পাঠিয়েছেন। তবে এই চিঠির জবাবে শূন্যপদের তথ্য যাচাই করে দুই অধিদপ্তর পাঠালেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখনো পাঠায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে