এমটিনিউজ২৪ ডেস্ক : ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘অস্ত্র’সহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
মো. আরাফাত জামান (৩৯) নামে ওই ব্যক্তিকে বর্তমানে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহবাগ থানার ডিউটি অফিসারের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে থানার সিনিয়ররা জিজ্ঞাসাবাদ করছেন। পরে বিস্তারিত জানা যাবে।
এদিকে, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সন্দেহভাজন যুবকের কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল। যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি শাহবাগ থানা হেফাজত রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন ছাত্র-জনতা ও রাজনৈতিক সংগঠন। আন্দোলনকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-
১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।
৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।