মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৮:৫২

মনোনয়ন জমা দিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

মনোনয়ন জমা দিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সোমবার রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন বিএনপির এই সিনিয়র নেতা।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘আমি রাজনীতি করছি ছাত্রাবস্থা থেকে। আমার রাজনীতির একটাই লক্ষ্য ছিল এবং আছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এ লক্ষ্যে নিজের পরিবার রেখে ঠাকুরগাঁওয়ে থেকে মানুষের জন্য কাজ করেছি।’

তিনি লেখেন, ‘আমার নিয়ত আল্লাহ জানেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তবে আমার এ দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমার যা কিছু অর্জন, তা আপনাদের সমর্থনে ও দোয়ায় এবং আল্লাহর রহমতে।’

ফেসবুক পোস্টে স্ত্রীকে নিয়ে বিশেষভাবে আবেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি লেখেন, ‘যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছে, আমার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করেছে, তিনি আমার স্ত্রী। আজ তাকে পাশে রেখে, আমার নেতাকর্মীদের নিয়ে নমিনেশন পেপার সাবমিট করলাম।’

পোস্টের শেষ অংশে মির্জা ফখরুল দেশবাসীর কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে