মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪০:১১

বেগম খালেদা জিয়ার মৃত্যু, যে নির্বাচন স্থগিতের ইঙ্গিত

বেগম খালেদা জিয়ার মৃত্যু, যে নির্বাচন স্থগিতের ইঙ্গিত

এমটিনিউজ২৪ ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল । 

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিতের ইঙ্গিত দিয়েছে জকসু নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য।

সকালে একাধিক গণমাধ্যমকে জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, “খালেদা জিয়া জবির প্রতিষ্ঠাতা। নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে। সিন্ডিকেটের মিটিংয়ের পর অফিসিয়ালি জানানো হবে।”

উপাচার্য ড.মো. রেজাউল করিম জানান, “আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত, শোকাহত! আলোচনা হচ্ছে। স্থগিতের সিদ্ধান্ত হলে জানানো হবে।”

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত আসেনি। ভোট দিতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে