এমটিনিউজ২৪ ডেস্ক : হাড় কাঁপানো শীতে এবার ধেয়ে আসছে বৃষ্টি! ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শহর-গ্রাম। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ।
এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও অনেক কমে গেছে। ফলে দিনে-রাতে সবসময়ই তীব্র শীত অনুভূত হচ্ছে। নতুন বছরের শুরুতেই কুয়াশা কেটে মিলতে পারে নতুন সূর্যের দেখা। নতুন বছরের শুরুতে শীতের অনুভূতিও কমতে পারে।
এর মধ্যেই সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রায় কোনো বড় ধরনের পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রাত থেকে সকাল পর্যন্ত দেশে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু জায়গায় দুপুর পর্যন্ত এই কুয়াশা অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান এবং সড়ক যোগাযোগে সাময়িক অসুবিধা হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এদিকে, কিশোরগঞ্জের নিকলীতে টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।