মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬:১০

কবে দেখা মিলবে সূর্যের, আবহাওয়া অফিস এবার যা জানাল

কবে দেখা মিলবে সূর্যের, আবহাওয়া অফিস এবার যা জানাল

এমটিনিউজ২৪ ডেস্ক : তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী ঢাকার জনজীবন। সূর্যের দেখা না মেলায় দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। হঠাৎ এমন শীত পড়ার কারণ এবং কবে নাগাদ এই শীতের তীব্রতা কমবে—এ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সূর্যের আলো না থাকায় ঢাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। বিশেষ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

তিনি জানান, মঙ্গলবার সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই ব্যবধান খুব কম হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। তবে আগামী শুক্রবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে বলে জানান তিনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে