বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২:৫৩

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় একজনের মৃত্যু

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় একজনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা যান। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নিরব হোসেন (৫৬) অসুস্থতা অনুভব করেন। পরে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. শরিফ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় ছিল। আর মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে