এমটিনিউজ২৪ ডেস্ক : ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।
বুধবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় জার্মান দূতাবাস বলেছে, এ ধরনের অনুরোধ সময় ও সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ন্যায্যতা বজায় রাখার স্বার্থে দূতাবাস কোনো ধরনের বিশেষ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে না। নির্ধারিত নিয়ম অনুযায়ী সবাইকে অপেক্ষমাণ তালিকা অনুসরণ করেই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।