রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১২:০৪

বড় সুখবর সরকারি চাকরিজীবী সন্তানদের জন্য, আবেদন অনলাইনে

বড় সুখবর সরকারি চাকরিজীবী সন্তানদের জন্য, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর, ১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি আবেদন আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অসামরিক খাতের ১৩তম থেকে ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বরৎশাদিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অঙ্কহ, অবসরপ্রাপ্ত ও যুক্ত কর্মচারীর সন্তানদেয় 'শিক্ষাবৃত্তি'র দরখাস্ত আহ্বান করা হলো। 

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় ২০২৫-৬০২৬ অর্থবছরের সরকারের অসামরিক খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দুরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগন ব্যতীত) ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অবল গ্রেডের অবস্যপ্রাপ্ত, অক্ষম ও মৃত কর্মচারির সন্তানদের ‘শিক্ষাবৃত্তি'র অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে