এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ডাকযোগে পাঠানো চিঠিতে শাহজাহান চৌধুরীকে জানানো হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতোই পরিণতি ভোগ করতে হবে তাকে।
এ ঘটনার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহজাহান চৌধুরী নিজেই।
তিনি জানান, একটি চিঠির মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করা হয়। এবং শরীফ ওসমান হাদির মতো হত্যা কথা উল্লেখ করা হয়েছে। চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।
বিএনপির মনোনীত এ প্রার্থীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম।
আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন।
আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’
চিঠিতে প্রেরকের পরিচয় উল্লেখ না থাকলেও সেখানে বলা হয়, প্রার্থী বর্তমানে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার বলেন, “আমাদের প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরানোর অপচেষ্টা চলছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছি।”
হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘এ ধরনের হুমকিতে আমি মোটেও বিচলিত নই। প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা ও সম্ভাব্য বিজয় আঁচ করতে পেরে ভয় দেখানোর পথ বেছে নিয়েছে। আমি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করবো।’
তিনি আরো জানান, উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াবুল হক বলেন, ‘একজন এমপি প্রার্থী হত্যার হুমকির বিষয়ে জিডি করেছেন। বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’