মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫:২৭

নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টির কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না: আসিফ মাহমুদ

নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টির কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না: আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) বাইরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, 'জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে অংশ নিক। কমিশনের কাছে পরিষ্কারভাবে এই অবস্থান তুলে ধরেছি। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না।'

এনসিপির এই দাবির বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং জানিয়েছে আইনের আওতায় থেকে বিধিবদ্ধ প্রক্রিয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেখা গেছে, দলটির মোট ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ১৬৭ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে