মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০১:৫৪:০৪

কিমের এক হুমকিতেই ঘুম ভেঙেছে আমেরিকার

কিমের এক হুমকিতেই ঘুম ভেঙেছে আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এক হুমকিতেই ঘুম ভেঙেছে আমেরিকার। ফলে এখনই নড়েচড়ে সবতে শুরু করেছে ওয়াশিংটন।

আমেরিকা বলেছে, তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়া পরমাণু বোমা হামলার যে হুমকি  দিয়েছে তা গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়াশিংটন। অবশ্য এ সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্ব পরিকল্পিত যৌথ সামরিক মহড়া অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে আমেরিকা।

এর আগে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নির্বিচারে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। ‘কি রিজলভ' বা 'ফোল ঈগল’ নামের যৌথ মহড়া শুরুর দিনটিতে এ হুমকি দেয়া হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয় আমেরিকা। অবশ্য এ সত্ত্বেও পিয়ংইয়ংকে উস্কানি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান কিরবি।

তিনি দাবি করেন, পিয়ংইয়ং উত্তেজনা সৃষ্টি না করলে দক্ষিণ কোরিয়ার সক্ষমতা বাড়াতে বাধ্য হতো না আমেরিকা।

গতকাল উত্তর কোরিয়া বলেছিল, নির্বিচারে পরমাণু হামলা চালিয়ে আগ্রাসন এবং যুদ্ধে আগ্রহী শক্তিগুলোকে উত্তর কোরিয়ার সামরিক শক্তিমত্তা দেখিয়ে দেয়া হবে। বিবৃতিতে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে অনুশীলনের নামে পরমাণু যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বোতাম টেপা মাত্রই শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাবে, উস্কানি সৃষ্টিকারী ঘাঁটিগুলো আগুনের সাগরে ঢেকে যাবে এবং মুহূর্তের মধ্যেই ছাইয়ে পরিণত হবে।

উত্তর কোরিয়ার প্রভাবশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন দেশটির সুপ্রিম কমান্ড অব দ্যা কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ’র বরাত দিয়ে এ হুমকি দিয়েছে।
৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে