বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪:৩৫

তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রতিনিধিদলের যে বার্তা

তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রতিনিধিদলের যে বার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ‍নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের, পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। 

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায় তারা (চীন)। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় না চীন।
 
সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে