নিউজ ডেস্ক : বিএনপি কাউন্সিল এবং দলটির পুর্নির্কাচিত চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা দলের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতা যে ভাষায় কথা বলেছেন, তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। সত্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আসামি হয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি এ বক্তব্যের নিন্দা জানান।
পরে মহিলা দলের একটি র্যালি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস