নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জামায়াত নেতা মীর কাসেম আলীর রায়েও বাংলাদেশের জনগণ ও সরকার সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রায় ঘোষণার পর মঙ্গলবার সচিবালয়ে সংবাদকর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি। এসময় আইনি প্রক্রিয়া শেষে এ রায় কার্যকর কিভাবে কার্যকর করা হবে তাও জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিদ্যমাস আইনে দণ্ডিত অপরাধী রায় পুনর্বিবেচনা চেয়ে আদালতে রিভিউ আবেদনের সুযোগ পাবেন। রায় ঘোষণার দিন থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে ওই রিভিউ আবেদন করতে পারবেন দণ্ডিত ব্যক্তি।
আইনমন্ত্রী বলেন, আসামি রিভিউ আবেদন করলে তা নিষ্পত্তির পর পর রায় কার্যকর করা হবে। আর দণ্ডিত ব্যক্তি রিভিউ আবেদন না করলে আইনি প্রক্রিয়া মেনে রায় কার্যকরের ব্যবস্থা নেবে সরকার।
এই মামলা নিয়ে দুই মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কামরুল ইসলামের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা সাবজুডিস বিষয়। এ নিয়ে কেন আপনারা আমাকে প্রশ্ন করছেন। সাবজুডিস কোনো বিষয়ে আমি আগেও কথা বলিনি, এখনো বলবো না।
মন্ত্রীদের বক্তব্যে বিচার বিভাগ নিয়ে আস্থাহীনতার কোনো সুযোগ নেই বলেও জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্ট একটি প্রতিষ্ঠান, বিচারপতিরা ওই প্রতিষ্ঠানের অংশ। সাবজুডিস বিষয়ে কারো বক্তব্য করা উচিত নয়। এতে দেশের ও আদালতের সম্মান ক্ষুণ্ণ হয়।
অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের কাজে সরকার হসস্তক্ষেপ কিংবা চাপ দেয় না।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস