নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া আটটার দিকে সড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, সিলেট থেকে ছাতকগামী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ