শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৮:২৮

নুরুল হক নুরকে নিয়ে খবরটি সম্পূর্ণ ভুয়া

নুরুল হক নুরকে নিয়ে খবরটি সম্পূর্ণ ভুয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। 

শুক্রবার (৯ জানুয়ারি) এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর নকল করে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

হাসান আল মামুন বলেন, ছড়িয়ে পড়া প্রেস রিলিজটি সম্পূর্ণ বানানো। আমার স্বাক্ষর অন্য কোনো নথি থেকে কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি এই পরিকল্পিত গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃতীয় কোনো পক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে এই অপকর্মে লিপ্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের ভেতরে কিছুটা অসন্তোষ ও নাটকীয়তা লক্ষ্য করা গেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতির আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে গত বৃহস্পতিবার দিনভর রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলে। তবে এই অভ্যন্তরীণ পরিস্থিতির সুযোগ নিয়ে বিরোধী পক্ষ গুজব ছড়াচ্ছে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই গুজবের পেছনে নির্বাচনী রাজনীতির যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। 

এই জয়রথ দেখে একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে