সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ০১:২৭:০০

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে দণ্ডিত অবশিষ্ট ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে দণ্ডপ্রাপ্ত সব বাংলাদেশি নাগরিক মুক্তি পেলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পর মানবিক বিবেচনায় এসব বাংলাদেশিকে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আমিরাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার শেষে সাজা দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আন্দোলন সংক্রান্ত ঘটনায় দণ্ডিত বাংলাদেশিদের মুক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আবেদন জানিয়েছিল।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের বহিঃপ্রকাশ।

এর আগেও বিরল এক বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন ইউএই প্রেসিডেন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে