এমটিনিউজ২৪ ডেস্ক : সব পরিকল্পনা ঠিক থাকলে চলতি জানুয়ারি মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।
রোববার (১১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, ‘আমাদের লক্ষ্য চলতি মাসের মধ্যেই ফলাফল দেয়া। এ লক্ষ্যে অধিদফতরে পুরোদমে কাজ চলছে। আমরা চাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের ক্লাসরুমে পাঠাতে।’
পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘প্রশ্ন ফাঁসের অভিযোগটি সম্পূর্ণ গুজব। আমরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখেছি এবং এ ধরনের কোনো প্রমাণ মেলেনি। তবে কিছু অসাধু চক্র প্রশ্ন ফাঁসের অপচেষ্টা চালিয়েছিল, যা আমাদের গোয়েন্দা তৎপরতায় নস্যাৎ হয়েছে।’
এদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দ্রুত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান।
সোমবার (১২ জানুয়ারি) এ কে মোহাম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে বলেন, ‘ফল প্রকাশের বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ গুজব। তবে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে অধিদফতর কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, এবার বিশাল এই নিয়োগ যুদ্ধে প্রায় ১১ লাখ প্রার্থী অংশগ্রহণ করেছেন।