নিউজ ডেস্ক : ৩ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবায়ের।
আজ বিকেল পৌনে ছয়টার দিকে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
রাত ৯টায় ঢাকা ছাড়বেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ রিয়াদে সৌদি সামরিক জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক নিয়ে আলোচনা করতেই ঢাকায় এসেছেন তিনি।
৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম