এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি বলেন, বুধবার সকালে ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। কে বা কারা করেছে, জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।