এমটিনিউজ২৪ ডেস্ক : পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকেই (ইসি) নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে সেই প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কেন এই জায়গায় পড়ল, এটার উত্তর নির্বাচন কমিশনই দিতে পারবেন। আমি আশা করছি, শুধু উত্তর নয়, ওনারা এটার প্রতিকারও করবেন। যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে।
তিনি আরও বলেন, আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ধরে ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য।
প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, তবে এ দায়িত্ব সরকারকে নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব।
আমির খসরু আরও বলেন, বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ চায়। নির্বাচিত সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা তাদের এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত হতে চায়। এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচন যত বেশি সুষ্ঠু হবে, জনগণের অধিকার তত বেশি নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাদের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।